-
এরকম তিলাওয়াকারী হবেন না যাদের তিলাওয়াত কণ্ঠনালীর নীচে প্রবেশ করে
না
সহিহ বুখারী (তাওহীদ) হাদিস নম্বর ৫০৫৮ -
একটানা কতক্ষণ কুরআন পড়া উচিৎ?
সহীহ বুখারী (তাওহীদ) হাদিস নম্বর ৫০৬০ -
তিন দিনের কম সময়ে কুরআন খতম করা ঠিক নয়
সূনান আত তিরমিজী হাদীস নং ২৯৪৯ -
কুরআন নিয়ে আলোচনাকারীদের আল্লাহ তায়ালা'র রহমত ঢেকে ফেলে
সূনান আত তিরমিজী হাদীস নং ২৯৪৫ -
কোন আয়াত ভুলে গেলে 'আমি ভুলে গেছি' বলা ঠিক নয়
সূনান আত তিরমিজী হাদীস নং ২৯৪২ -
রসুলুল্লাহ (সা:) যেভাবে সূরা ফাতিহা পাঠ করতেন
সূনান আত তিরমিজী হাদীস নং ২৯২৭
হাদীসে রসুল (সা:) থেকে কুরআন সম্বন্ধনীয় উল্লেখযোগ্য কিছু হাদীস এখানে উল্লেখ করা
হলো। সকল কুরআন পাঠকগণের এই তথ্যগুলো জেনে রাখা ভাল যেন কুরআন সম্বন্ধে কোন ভুল না হয়ে যায়।
সংগ্রহ করুন কুরআন শিক্ষা বই
আপনি যদি কুরআন শিক্ষা এ্যাপের "বই" আকারে প্রিন্টিং ভার্সন পেতে চান তাহলে নিচের লিংক থেকে তা সংগ্রহ করে নিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন।
এ্যাপ ইনস্টল লিংক
অন্যান্য পোষ্ট
"যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে। তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করবো। সে বলবে হে আমার রব! তুমি আমাকে আজ কেন অন্ধ বানিয়ে উঠালে? আমি তো চক্ষুসমান ব্যক্তি ছিলাম। আল্লাহ তায়ালা বলবেন, তুমি এমনই (অন্ধই ) ছিলে, তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে ছিলে। তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হবে "।