Saturday, June 20, 2020

এক বা দুই দিনে কুরআন খতম (সম্পূর্ণ কুরআন পড়ে শেষ করা) করা ঠিক নয় কারণ রসুলল্লাহ (সা:) এটা অপছন্দ করতেন এবং এভাবে পড়ে কুরআনের সঠিক নির্দেশনা 'জীবন গঠনের জন্যে যা অপরিহার্য' তা বুঝে উঠা সম্ভবপর হয়না।



আবদুল্লাহ ইবনু আমর (রা:) থেকে বর্ণিত রসুলল্লাহ (সা:) বলেছেন, "তিন দিনের কম সময়ে যে লোক কুরআন পাঠ করল সে কুরআনের কিছুই বুঝেনি"। 

___________সূনান আত তিরমিজী হাদিস নম্বর ২৯৪৯, 
সহীহ আবূ দাউদ ১২৬০, মিশকাত ২২০১
Online Source: hadithbd.com

অপর এক হাদীসে আছে রসুলল্লাহ (সা:) ৪০ দিনে কুরআন খতম করার নির্দেশ দিতেন।
আবদুল্লাহ ইবনু আমর (রা:) থেকে বর্ণিত, রসুলল্লাহ (সা:) তাকে বলেছেন "তুমি চল্লিশ দিনে কুরআন পাঠ (শেষ) করবে"।

___________সূনান আত তিরমিজী হাদিস নম্বর ২৯৪৭, 
সহীহ আবূ দাউদ ১২৬১,
Online Source: hadithbd.com



Share: