“ তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে নিদর্শন এসেছে, অতপর কোন ব্যক্তি যদি তা দেখতে পায়, তাহলে সে তা দেখবে নিজের জন্যেই, আবার কেউ যদি (তা না দেখে) অন্ধ হয়ে থাকে, তাহলে তার দায়িত্ব তার উপরই, (তুমি বলো) আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই ”। সূরা আনআম ১০৪
 
 “এটা যদি আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত”। সূরা নিসা ৮২


আরো নিদর্শন সমূহ যোগ করা হবে ইনশা'আল্লাহ।