“এটা যদি আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত”। সূরা নিসা ৮২
- সূর্যের জ্বালানী শেষ হয়ে যাবে!
একদিন সূর্যের আলো শেষ হয়ে যাবে, বিজ্ঞানীদের গবেষণালব্ধ এই তথ্য কুরআনে ১৪শত বছর আগে জানিয়ে দেয়া হয়েছে! - DNA কোড এর অতি বুদ্ধি বৃত্তিক ডিজাইন পৃথিবীর বাইরের কারো কাজ!
DNA কোড বিশ্লেষণ পূর্বক বিজ্ঞানীগণ নিশ্চিত এটা একা একা হয়নি! বরং এটা খুবই উচ্চ জ্ঞান সম্পন্ন খুবই বুদ্ধিমান কারো কাজ! -
৪০ বছর মানুষের মস্তিষ্কের পূর্ণতার বছর
ব্রিটিশ বিজ্ঞানীদের সাম্প্রতিক আবিষ্কার ৪০ বছর মানুষের মস্তিষ্ক ও শারীরিক গঠনের পূর্ণতার বয়স।
-
গ্রহ নক্ষত্রগুলোর সাঁতার কেটে চলা
২০১৫ সালে মহাকাশ বিজ্ঞানীগণ আইনস্টাইনের ধারণা দেয়া মহাকর্ষীয় তরঙ্গ সম্বন্ধে নিশ্চিত হয়েছেন অথচ ১৪০০ বছর থেকে কুরআনে এই তরঙ্গের কথা উল্লেখ আছে!
-
নিউট্রন স্টার এবং সূরা আত তারিক
১৯৬৭ সালে মানুষ প্রথম জেনেছে নিউট্রন স্টার সম্বন্ধে অথচ ১৪০০ বছর আগে সূরা তারিক নামকরণ করা হয়েছে একটি নিউট্রন স্টার থেকে! -
কুরআন ও পৃথিবীর মধ্যভাগে লোহা
পৃথিবী'র ইনার কোর (মধ্যভাগ) লোহা দ্বারা গঠিত যা উল্কাপাতের ফলে পৃথিবীর কেন্দ্রে প্রবেশ করেছিল। বিজ্ঞানীদের এই তথ্য কুরআনিক তথ্যের সাথে হুবুহু মিলে যায় তাও এমন একটি সূরার মধ্যে যে সূরার নামই 'লোহা' এবং অবস্থান কুরআনের ঠিক মধ্যবর্তী স্থানে!
আরো নিদর্শন সমূহ যোগ করা হবে ইনশা'আল্লাহ।