উম্মু সালামাহ্ (রা:) হতে বর্ণিত, রসুলুল্লাহ (সা:) প্রতিটি শব্দ আলাদা
আলাদাভাবে উচ্চারণ করে কিরআত পাঠ করতেন। তিনি পাঠ করতেন "আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন”, তারপর বিরতি দিতেন; তারপর পাঠ করতেনঃ “আর-রাহমানির রাহীম", তারপর
বিরতি দিয়ে আবার পাঠ করতেনঃ “মালিকি ইয়াওমিদীন”।
______ সূনান আত তিরমিজী হাদীস নং ২৯২৭,
Online resource
hadithbd.com
এই হাদীস থেকে বোঝা যায় রসুলুল্লাহ (সা:) সূরা ফাতিহা আরজি সাকিন করে পড়তেন। কি কি অবস্থায় থামা'র সময় আরজি করতে হয় জানার জন্য
এই লিংকে
দেখুন।