Saturday, June 20, 2020

কোন ব্যক্তি যখন জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হয় তখন আল্লাহ তায়ালা তার জন্যে জান্নাতের রাস্তা সহজ করে দেন, তিরমিজী শরীফের (২৬৮২) একটি সহিহ হাদীসে বর্ণিত হয়েছে 'ফেরেস্তাগণ জ্ঞান অন্বেষণকারীর রাস্তায় 'ডানা' বিছিয়ে দেন!  জমিনের সমস্ত প্রাণী এমনকি পানির মাছ পর্যন্ত তার জন্যে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুতরাং সময় পেলেই জ্ঞানের দিকে অগ্রসর হন এরকম একটা রহমত পূর্ণ কাজ থেকে নিজেকে বঞ্চিত করবেন না।



আবূ হুরাইরাহ (রা:) থেকে বর্ণিত রসুলুল্লাহ (সা:) বলেছেন, "যে লোক জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তা'আলা তার জন্যে জান্নাতের পথ সহজ করে দেন। যখন কোন দল মসজিদে কুরআন তিলাওয়াত করে এবং তা নিয়ে পরস্পর আলোচনা করে  তখন তাদের উপর প্রশান্তি নাযিল হয়, আল্লাহ তায়ালা'র রহমত তাদের ঢেকে ফেলে এবং ফেরেশতাগণ তাদের ঘিরে রাখে

_________ সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ২৯৪৫
Online Source: hadithbd.com


Share: