কোন প্রয়োজন হলে নীচের ফর্মটি ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
সংগ্রহ করুন কুরআন শিক্ষা বই
আপনি যদি কুরআন শিক্ষা এ্যাপের "বই" আকারে প্রিন্টিং ভার্সন পেতে চান তাহলে নিচের লিংক থেকে তা সংগ্রহ করে নিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন।
এ্যাপ ইনস্টল লিংক
অন্যান্য পোষ্ট
"যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে। তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করবো। সে বলবে হে আমার রব! তুমি আমাকে আজ কেন অন্ধ বানিয়ে উঠালে? আমি তো চক্ষুসমান ব্যক্তি ছিলাম। আল্লাহ তায়ালা বলবেন, তুমি এমনই (অন্ধই ) ছিলে, তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে ছিলে। তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হবে "।