যারা এই ওয়েবসাইটটি mim19.com ভিজিট করছেন তাদের এই কপিরাইট নীতিটি জেনে রাখা প্রয়োজন।
লিখিত বিষয়বস্তু
Mim19.com এর সমস্ত লিখিত বিষয়বস্তু তাদের নিজ নিজ লেখকগণের কপিরাইট যুক্ত। আপনি এর লিখিত কন্টেন্ট পুনঃ ব্যবহার, অনুলিপি বা পুনঃ বিতরণ করতে চাইলে কেবল এই ওয়েবসাইটের মূল পোস্টের সাথে লিঙ্ক করে অবাণিজ্যিক ক্ষেত্রে তা করতে পারেন। এক্ষেত্রে মূল নিবন্ধটির কোনও অর্থ পরিবর্তন করা অনুমোদিত নয়।
চিত্র এবং গ্রাফিক্স
এই ওয়েবসাইটে ব্যবহৃত প্রতিটি গ্রাফিক্স ও চিত্রগুলো উন্মুক্ত ওয়েবের বিভিন্ন উৎস যেমন svgrepo.com, freepik.com, pixabay.com সহ আরো অন্যান্য উৎস থেকে বিনামূল্যে সংগৃহীত যেগুলোর প্রতিটির আলাদা কপিরাইট নীতি থাকতে পারে। এই গ্রাফিক্স ও চিত্রগুলো কেউ পুনরায় ব্যবহার করতে চাইলে তাকে সেইসব বিভিন্ন উৎসের কপিরাইট নীতির সাথেও সম্মত হতে হবে।
অডিও ও ভিডিও ট্র্যাক
এই ওয়েবসাইটে সাউন্ড ট্র্যাকগুলি উন্মুক্ত ওয়েবের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত যেগুলো কপিরাইটের বিষয় হতে পারে যা তাদের নিজ নিজ মালিকদের কপিরাইট যুক্ত। আমরা এই বিষয়বস্তুগুলি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করছি যেন যারা সহিহ পদ্ধতিতে কুরআন শিখতে চান তারা যেন বিখ্যাত ক্বারীগণ কীভাবে আরবী অক্ষরগুলো উচ্চারণ করছেন, কিভাবে শব্দ ও বাক্যগুলি একটার সাথে আরেকটা সংযুক্ত করছেন, কিভাবে দম নিচ্ছেন, কিভাবে থামছেন, ওয়াজিব গুন্না ও মাদ সহ বিভিন্ন তাজবীদগুলো কিভাবে আদায় করছেন তা বুঝতে পারেন এবং নিজেদের পড়ায় তা প্রয়োগ করতে পারেন।
আমাদের কপিরাইট নীতি সম্বন্ধে যদি আপনার কোনও অভিযোগ থাকে তবে দয়া করে এই ফর্মটি ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।