পৃথিবীর স্বনাম ধন্য ক্বারীদের কুরআন তিলাওয়াত। কুরআন পড়া সহীহ ও সুন্দর করার জন্য নিয়মিত কুরআন তিলাওয়াত শোনার কোন বিকল্প নেই, তাছাড়া কুরআন শোনাও পড়ার মতো সওয়াবের কাজ। আল্লাহ তায়ালা বলেন, "যখন কুরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোন যেন রহমত প্রাপ্ত হতে পার"। সূরা আরাফ ২০৪

আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা:) আমাকে বললেন, আমাকে কুরআন তিলাওয়াত করে শোনাও। আমি বললাম, ইয়া রসুলাল্লাহ (সা:) ! আপনাকে আমি পড়ে শোনাব, অথচ আপনার উপরেই তা নাযিল হয়েছে। তিনি বললেন (সা:), অন্য কারো নিকট থেকে শুনতে আমার ভাল লাগে। 
________মুসলিম (ইফাঃ) হাদিস নম্বরঃ ১৭৪০



শেখ আব্দুর রহমান সুদাইস / সৌদী আরব
সাদ আল গামাদি / সৌদী আরব
শেখ মিশারী রশিদ আল আফাসী / কুয়েত
অয়াদি হাম্মাদি আল ইয়ামানি / ইয়েমেন

** ডাউনলোড বাটনে সবগুলো সূরা'র সরাসরি ডাউনলোড লিংক দেয়া আছে যা .zip ফাইল আকারে আপনার ফোন বা কম্পিউটারে ডাউনলোড হবে।