পৃথিবীর স্বনাম ধন্য ক্বারীদের কুরআন তিলাওয়াত। কুরআন পড়া সহীহ ও সুন্দর করার জন্য
নিয়মিত কুরআন তিলাওয়াত শোনার কোন বিকল্প নেই, তাছাড়া কুরআন শোনাও পড়ার মতো
সওয়াবের কাজ। আল্লাহ তায়ালা বলেন, "
যখন কুরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোন যেন রহমত প্রাপ্ত হতে পার"।
সূরা আরাফ ২০৪
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা:) আমাকে বললেন, আমাকে কুরআন তিলাওয়াত করে শোনাও। আমি বললাম, ইয়া রসুলাল্লাহ (সা:) ! আপনাকে আমি পড়ে শোনাব, অথচ আপনার উপরেই তা নাযিল হয়েছে। তিনি বললেন (সা:), অন্য কারো নিকট থেকে শুনতে আমার ভাল লাগে।
________মুসলিম (ইফাঃ) হাদিস নম্বরঃ ১৭৪০
শেখ আব্দুর রহমান সুদাইস / সৌদী আরব |
|
|
সাদ আল গামাদি / সৌদী আরব |
|
|
অয়াদি হাম্মাদি আল ইয়ামানি / ইয়েমেন |
|
|
** ডাউনলোড বাটনে
সবগুলো সূরা'র সরাসরি ডাউনলোড লিংক দেয়া আছে যা
.zip ফাইল আকারে আপনার ফোন বা কম্পিউটারে ডাউনলোড হবে।