Saturday, June 20, 2020

কুরআন অল্প করে হলেও নিয়মিত পড়া উচি‌ৎ। সম্ভব হলে দিনে একবার এবং রাতে একবার। মনের বিরুদ্ধে কখনো পড়া দীর্ঘায়িত করা ঠিক নয়। টানা ততক্ষণ পর্যন্ত পড়ুন যতক্ষণ পর্যন্ত মন স্থির থাকে। মন অস্থির মনে হলে পড়া থামিয়ে দিন।



জুনদুব ইবনে আবদুল্লাহ (রা:) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা:) বলেছেন, "যতক্ষণ পর্যন্ত ইবাদাত মনের চাহিদার অনুকূল হয় তিলাওয়াত করতে থাক এবং মনোসংযোগে ব্যাঘাত ঘটলে পড়া ত্যাগ কর"। 

______ সহীহ বুখারী (তাওহীদ) হাদিস নম্বর ৫০৬০
 মুসলিম ৪৭/১, হাঃ ২৬৬৭, আহমাদ ১৮৮৩৮]
Online Source: hadithbd.com


Share: