Wednesday, June 17, 2020

কেউ কুরআনের কোন আয়াত ভুলে গেলে 'আমি অমুক আয়াত ভুলে গেছি' একথা বলা রসুলুল্লাহ (সা:) অপছন্দ করতেন বরং 'আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে' একথা বলতে নির্দেশ দিতেন।



আবদুল্লাহ ইবনু মাসউদ (রা:) হতে বর্ণিত, রসুলুল্লাহ (সা:) বলেছেন, তোমাদের কারো এরূপ কথা বলা কতই না আপত্তিকর 'আমি কুরআনের অমুক অমুক আয়াত ভুলে গেছি'। (বরং বলা উচিত) 'তাকে ভুলিয়ে দেয়া হয়েছে'। তোমরা স্মরণ রাখার জন্যে অনবরত কুরআন পাঠ করবে। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। উট যেভাবে রশি থেকে ছাড়া পেয়ে পালায়, এটা (কুরআন) মানুষের হৃদয় থেকে তার চাইতেও বেশি পলায়নপর।

__________ সূনান আত তিরমিজী হাদীস নং ২৯৪২
Online source: hadithbd.com

Share: