Friday, May 10, 2024

আপনি কী কুরআন শিখছেন কিন্তু নিয়মিত চর্চা না থাকার কারণে বারবার বিভিন্ন নিয়ম-কানুন ভুলে যাচ্ছেন? অথবা অন্যের বিশেষ কোনো সহযোগিতা ছাড়াই নিজে নিজে কুরআন শেখার চেষ্টা করছেন? তাহলে Mim19 সংকলিত "পরিচিতিমূলক কুরআন শিক্ষা" বইটি আপনার ও আপনার মতো অসংখ্য ভাই-বোনদের জন্য সংকলিত করা হয়েছে। 

হাদীসে কুরআন মনে রাখাকে "চতুস্পদ জন্তুর চেয়েও অধিক পলায়নপর" (সহিহ মুসলিম ১৭২৬) বলা হয়েছে, কারণ চর্চা না থাকলে খুব সহজেই কুরআন মন থেকে মুছে যায়! Mim19 সংকলিত কুরআন শিক্ষা এ্যাপ ও বইটিতে ৫ স্টেপে মোট ৫৫টি লেসনে কুরআন শিক্ষার অপরিহার্য বিষয়গুলো আলোচনা করার পর কুরআনে সেগুলো কীভাবে সনাক্ত করে পড়বেন তা অনুশীলন অংশে লেসন নাম্বার সহ কালার কোডের মাধ্যমে দেখিয়ে দেয়া হয়েছে, ফলে আপনি যখন অনুশীলন অংশে দেয়া সূরাগুলো পড়বেন তখন সেগুলোর মধ্যে যেসব নিয়ম আছে সেগুলো লেসন নাম্বারসহ রং চিহ্নিত করা থাকায় যদি কোনো নিয়ম ভুলে যেয়েও থাকেন তাহলে সংশ্লিষ্ট লেসন নাম্বার থেকে পুনরায় সেটি দেখে নিয়ে পড়ার মধ্যে তা ব্যবহারে অভ্যস্ত হয়ে নিতে পারবেন ইং-শা-আল্লাহ। 

শুধু তাই নয়, যেহেতু একেকটি অক্ষর ও শব্দের যথাযথ উচ্চারণ করতে পারা কুরআন শিক্ষার ১ম ও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, তাই প্রতিটি অক্ষরের সঠিক উচ্চারণের অডিও ও তাজবীদের বিভিন্ন নিয়ম যেমন ইদগম, ইখফা, ইক্বলাব, মাদ ইত্যাদি কীভাবে পড়তে হয় তা মাসজিদুল নববী'র খ্যাতনামা ইমাম শেখ হুদাইফি ও কুয়েত গ্র্যান্ড সিটি মসজিদের ইমাম শেখ মিশারী রশিদ সহ আরো কয়েকজন খ্যাতনামা তিলাওয়াতকারীর পড়া'র অডিও লিংক QR কোডের মাধ্যমে দেয়া থাকায় নিশ্চিত হয়ে নিতে পারবেন আপনাকে কীভাবে পড়তে হবে। যার ফলে আপনার শেখা ও পড়া সহিহ হচ্ছে কিনা আপনি নিজেই তা নিশ্চিত হয়ে নিতে পারবেন ইং-শা-আল্লাহ! উদাহরণস্বরুপ নিচে বইয়ের কয়েকটি পৃষ্ঠা থেকে ধারণা পেতে পারেন কীভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে।





অনুশীলন অংশে যেভাবে কালার কোডেড তাজবীদ চিহ্ন ও সাথে সংশ্লিষ্ট লেসন নাম্বার উল্লেখ করে দেয়া হয়েছে।







যেভাবে কালার কোডেড তাজবীদ চিহ্নিত সূরাটি পুনরায় তাজবীদ চিহ্ন ছাড়া ও উচ্চারণ সহযোগিতার জন্য QR কোডের মাধ্যমে অডিও লিংক দেয়া হয়েছে।

 




আশা করি বইটি আপনার সংগ্রহশালাকে সমৃদ্ধ করবে এবং কুরআন চর্চায় আপনার সব সময়ের সহযোগি হবে ইং-শা-আল্লাহ। আপনি যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে ক্যাটালগ অনলাইন বুক স্টোর থেকে অথবা নিচের ফর্মে আপনার নাম ঠিকানা সেন্ড করে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে বইটি পেতে পারেন বাংলাদেশের যেকোনো স্থান থেকে।
 


Share: