Tuesday, September 1, 2020

বিজ্ঞানীগণ এখন পর্যন্ত সূর্য সম্বন্ধে যেসব তথ্য নিশ্চিত হয়েছেন তা'র একটি হলো 'হাইড্রোজেন গ্যাস' সূর্যের জ্বালানী (তেল/ফুয়েল) হিসাবে কাজ করে। আমরা যেমন কেরোসিন তেল ব্যবহার করে লন্ঠন/ল্যাম্পে আলো তৈরি করে থাকি, তেমনি 'হাইড্রোজেন' থেকে সূর্যের আলো তৈরি হয়ে থাকে। বিজ্ঞানীগণ সূর্যে হাইড্রোজন গ্যাসের মজুদ অনুপাতে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ৫ বিলিয়ন (৫০০ কোটি) বছর পর সূর্যের হাইড্রোজেন শেষ হয়ে যাবে, তখন সূর্য থেকে আর কোন আলো পাওয়া যাবে না।

কুরআনের নিদর্শন সূর্য
সৌরজগৎ


কুরআন ও বৈজ্ঞানিক তথ্যের সাদৃশ্য

বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে সূর্যের একটি নির্দিষ্ট মেয়াদ আছে, অর্থাৎ এর ফুয়েল শেষ হয়ে গেলে এর মেয়াদও শেষ হয়ে যাবে এবং এটা নিষ্প্রভ হয়ে মৃত নক্ষত্রে পরিণত হবে। 

অপরদিকে কুরআনে বলা হয়েছে "এবং তিনি সূর্য ও চাঁদকে অধীন করে রেখেছেন, সবই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে" ( সূরা রাদ ২, সূরা ফাতির ১৩, সূরা যুমার ৫)

সম্মানিত পাঠক ভেবে দেখুন সূর্যের মেয়াদের তথ্য বিজ্ঞানীগণ সম্প্রতি জেনেছেন আর কুরআনের তথ্য ১৪শত বছরের পুরনো, ভেবে দেখুন, যেখানে সূর্যের দিকে খালি চোখে পূর্ণ দৃষ্টিতে তাকিয়েই থাকা যায় না সেখানে ১৪শত বছর আগে একজন নিরক্ষর মানুষ কেন ভাবতে যাবেন যে এই সূর্য একদিন নিভে যাবে!? না, বরং সূরা রাদের ২ নং আয়াতেই সূর্যের নির্দিষ্ট মেয়াদের কথা বলার পর আরো যা উল্লেখ করা হয়েছে তার ভিতরেই বলে দেয়া হয়েছে যে এটা তোমাদের জন্যে নির্দশন, "...যাতে করে তোমরা তোমাদের মালিকের সাথে দেখা করার বিষয়টি নিশ্চিতভাবে মেনে নিতে পারো" (সূরা রাদ ২)


তথ্য সুত্র: 
Why the Sun Won't Become a Black Hole www.nasa.gov
When will Sun die? www.space.com
What will happen to Earth when the sun runs out of fuel? www.oklahoman.com
- When will the sun run out of fuel? www.zmescience.comh

Share: