Monday, June 15, 2020

সম্প্রতি ব্রিটিশ বিজ্ঞানীগণ খুঁজে পেয়েছেন যে মানুষের মস্তিষ্ক সম্পূর্ণভাবে বিকশিত হয় না যতদিন পর্যন্ত সে তার ৩০ থেকে ৪০ বছর বয়সে না পৌঁছায়। এর আগে তাদের ধারণা ছিল  শৈশবের পরপরই মস্তিষ্কের বিকশিত হওয়া পূর্ণ হয়ে যায়। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের ইনস্টিটিউট অব কগনিটিভ নিউরোসায়েন্স বিভাগের একজন প্রফেসর এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বলেন, "প্রায় এক দশক আগে পর্যন্ত অনেক বিজ্ঞানী ধরে নিয়েছিলেন যে শৈশবকালে মানুষের মস্তিষ্কের বিকাশ বন্ধ হয়ে যায়, তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের অনেকগুলি অংশ দীর্ঘকাল পরেও বিকাশ অব্যাহত রেখেছে"

৪০ বছর মস্তিষ্কের পূর্ণতার বয়স
মানব মস্তিষ্কের আকৃতি


কুরআনিক ও বৈজ্ঞানিক তথ্যের সাদৃশ্য

আল্লাহ তায়ালা বলেন, "....অতপর সে তার পূর্ণ শক্তি পর্যন্ত পৌঁছায় এবং সে ৪০ বছরে এসে উপনীত হয়..."। সূরা আহকাফ ১৫ 

বিজ্ঞানীগণ যে জ্ঞান একবিংশ শতাব্দীতে এসে নিশ্চিত হলেন সেই জ্ঞান কি করে একজন মানুষ  ১৪০০ বছর আগে পেতে পারেন, যখন মস্তিষ্কের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করার মতো কোন যন্ত্র বা কৌশল কোনটাই ছিল না? তবে না যদি তাঁকে এরকম কেউ জানিয়ে দিয়ে থাকেন যিনি সৃষ্টি রহস্য সম্বন্ধে অবগত! ৪০ বছর যে পূর্ণতার বয়স তার আরেকটি প্রমাণ, আল্লাহ তায়ালা আদম ও ঈসা (আ:) সহ কয়েজন নবী (আ:) ব্যতীত প্রায় সব নবীকেই (আ:) ৪০ বছর বয়সে নবুয়্যত দান করেছেন।



Share: