মানব মস্তিষ্কের আকৃতি |
কুরআনিক ও বৈজ্ঞানিক তথ্যের সাদৃশ্য
আল্লাহ তায়ালা বলেন, "....অতপর সে তার পূর্ণ শক্তি পর্যন্ত পৌঁছায় এবং সে ৪০ বছরে এসে উপনীত হয়..."। সূরা আহকাফ ১৫
বিজ্ঞানীগণ যে জ্ঞান একবিংশ শতাব্দীতে এসে নিশ্চিত হলেন সেই জ্ঞান কি করে একজন মানুষ ১৪০০ বছর আগে পেতে পারেন, যখন মস্তিষ্কের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করার মতো কোন যন্ত্র বা কৌশল কোনটাই ছিল না? তবে না যদি তাঁকে এরকম কেউ জানিয়ে দিয়ে থাকেন যিনি সৃষ্টি রহস্য সম্বন্ধে অবগত! ৪০ বছর যে পূর্ণতার বয়স তার আরেকটি প্রমাণ, আল্লাহ তায়ালা আদম ও ঈসা (আ:) সহ কয়েজন নবী (আ:) ব্যতীত প্রায় সব নবীকেই (আ:) ৪০ বছর বয়সে নবুয়্যত দান করেছেন।