Monday, June 15, 2020

আরজি সাকিন কি জানার পূর্বে জানা দরকার সাকিন কাকে বলে। এখনো জেনে না থাকলে এই লিংকে দেখুন।

আরজি সাকিন কাকে বলে?

দম ফেলা বা থামার স্থানে যদি যের, যাবার, পেশ, দুই যের, দুই পেশ ও ‘গোল হা’-এ খাড়া যের ও উল্টা পেশ থাকে


তাহলে এগুলো না পড়ে এগুলোর স্থানে সাকিন ধরে পড়তে হবে, এই ধরে নেয়া সাকিনকেই আরজি সাকিন বলা হয়। যেমন শব্দটির শেষ অক্ষরে পেশ আছে তাই এখানে দম ফেললে শব্দটির উচ্চারণ নাস্তাঈ-নু না হয়ে হবে    নাস্তাঈ--ন্। এটাই আরজি বা মনে মনে ধরা সাকিন। ব্যতিক্রম: শেষ অক্ষরে দুই যাবার বা মাদ থাকলে আরজি সাকিন হয় না। নীচের উদাহরগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন।






আরজি সাকিন আরো ভাল ভাবে বোঝার জন্য নীচে সূরা ফাতিহা’র আয়াত ৩টির লাল অংশ গুলো লক্ষ্য করুন এবং অডিও দুটি মনযোগ সহকারে শুনুন।





উল্লেখ্য যে রসুলুল্লাহ (সা:) থেমে থেমে পড়তেন বিশেষ করে সূরা ফাতিহা আরজি সাকিন করে পড়তেন (সুনান ইবনে মাজা ২৯২৭) । বিস্তারিত দেখুন এই লিংকে


Share: