Sunday, June 14, 2020

আরবী অক্ষরগুলোকে একটির সাথে আরেকটিকে যুক্ত করতে যে চিহ্ন  ব্যবহার করা হয় তাকে সুকুন, সাকিন বা জযম বলা হয়। বাংলায়(হসন্ত) দিয়ে যেভাবে উচ্চারণ করা হয়, সাকিন আরবীতে সেরকম উচ্চারণ করায়। যেমন এই শব্দটিতে  হলুদ সাকিন নীল ক্বফ'কে লাল দালে'র সাথে যুক্ত করে উচ্চারণ গঠন করেছে 'ক্বদ্'। 

সাকিন বা জযম দেখতে কেমন? 

নূরানী, ইন্দো-পাক ও সৌদি আরবের কুরআন গুলোতে সাকিন দেখতে বিভিন্ন রকমের হয়ে থাকে। নীচের উদাহরনে লক্ষ্য করুন কোন টাইপে সাকিন বা জযম কেমন দেখায়।




সাকিনের ব্যবহারিক উদাহরণ 





কুরআনে সাকিন যেভাবে দেখা যায়

নীচের আয়াতটিতে বোঝার চেষ্টা করুন হলুদ সাকিন কিভাবে নীল অক্ষরগুলোক লাল অক্ষরগুলোর সাথে যুক্ত করে শব্দ গঠন করছে।


আয়াতে প্রকাশ্য সাকিনের ব্যবহার  ছাড়াও আরেকটি কাল্পনিক সাকিন শর্ত সাপাক্ষে ব্যবহৃত হয়ে থাকে যাকে 'আরজি মনে মনে ধরা সাকিন' বলা হয়। আরজি সাকিন কাকে বলে এবং কি কি শর্তে এটা ব্যবহৃত হয়ে থাকে বিস্তারিত এই লিংকে দেখুন।

সাকিনআরজি সাকিনের আরো উদাহরণ ও সহজভাবে কুরআন শেখার জন্যে ইন্সটল করুন ‘সহজ কুরআন শিক্ষা‘ এ্যাপ অথবা ডাউনলোড করুন পিডিএফ ফাইল

Share: