উচ্চারণ ঠিক করার জন্য অডিওতে সূরা ফাতিহা এর তিলাওয়াতটি মনযোগ সহকারে শুনুন।
আরো অনুশীলনের জন্য নীচের ভিডিওতে তিলাওয়াতকারী কিভাবে এক আলিফ মাদ করছেন এবং
বিভিন্ন অক্ষরের মাখরাজ কিভাবে আদায় করছেন তা স্ক্রীণে প্রদর্শিত আয়াতের সাথে
মিলিয়ে নিন। গোলাপী রং চিহ্নিত অংশে আরজি সাকিনের স্থানে মাদে আরজী কেন হচ্ছে
বোঝার চেষ্টা করুন, লক্ষ্য করুন
মাদে আসলী'র বামে দম ফেলার কারণে আরজি সাকিন হচ্ছে, যে কারণে ঐসব স্থানগুলোতে
মাদে আরজী'র ৩ আলিফ পরিমাণ দীর্ঘ্য করা হচ্ছে।