এখন শব্দ দুটিকে যুক্ত করার জন্যে সামাওয়াতি’র سـ সিন এর উপর
একটি তাশদীদ দেয়া হলো যার ফলে
তাশদীদ সিন’কে ডাবল অক্ষর করে দিয়ে যুক্ত উচ্চারণ গঠন করলো মুলকুস্সামাওয়াতি।
এটাই তাশদীদের কাজ, একই শব্দের কোন অক্ষরে তাশদীদ থাকলে অক্ষরটি দুইবার উচ্চারিত
হবে, আবার দুই শব্দের ২য়টির ১ম অক্ষরে তাশদীদ থাকলে ১ম ও ২য় শব্দটি যুক্তভাবে
উচ্চারণ করতে হবে। বিষয়টি আরো ভালভাবে বোঝার জন্যে নীচের উদাহরণগুলো মনযোগ সহকারে
বোঝার চেষ্টা করুন।
একই শব্দে তাশদীদের ব্যবহার
পরপর একাধিক তাশদীদের ব্যবহার
উল্লেখ্য যে, তাশদীদ অক্ষরের আগে যদি সাকিন অক্ষর থাকে তাহলে সাকিন অক্ষর আর পড়তে হবে না।
তাশদীদের আরো উদাহরণ ও সহজভাবে কুরআন শেখার জন্যে ইন্সটল করুন ‘সহজ কুরআন শিক্ষা‘ এ্যাপ অথবা ডাউনলোড করুন পিডিএফ ফাইল।