Sunday, June 14, 2020

যাকাত দেয়ার সময় কাকে যাকাত দিতে হবে এ নিয়ে অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়ি। অথচ এ ব্যাপারে আল্লাহ তায়ালা সূরা তাওবা’র ৬০ নং আয়াতে দিক নির্দেশনা দিয়ে রেখেছেন। সিদ্ধান্ত নেয়ার সময় এ আয়াতটি অবশ্যই সবার মনে রাখা উচি‌ৎ।

যাকাতের অর্থ কাদের জন্য


“যাকাত হচ্ছে ফকীর মিসকিনদের জন্যে, এর ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মচারীদের জন্যে, যাদের অন্তকরণ (দ্বীনের প্রতি) আকৃষ্ট (করা প্রয়োজন) তাদের জন্যে, গোলামী থেকে আজাদ করার জন্যে, ঋণগ্রস্ত ব্যক্তিদের (ঋণ মুক্তির) জন্যে, আল্লাহ তায়ালার পথে ও মুসাফিরদের জন্যে, এটা আল্লাহ তায়ালার নির্ধারিত ফরজ, আল্লাহ তায়ালা বিজ্ঞ, কুশলী।”

সূরা তাওবা ৬০
 
Share: