কুরআন শিক্ষা ও কুরআনের শিক্ষা দু’টি সম্পূর্ণ ভিন্ন বিষয়। ‘কুরআন শিক্ষা’ বলতে ব্যকরণগত ভাবে সঠিক উচ্চারণে আরবী কুরআন পড়তে পারাকে বোঝানো হয়।
কিন্তু ‘কুরআনের শিক্ষা’ বলতে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু তায়ালা জীবন দর্শনের যে শিক্ষা দিয়েছেন তা শেখা, বোঝা এবং নিজের ব্যবহারিক জীবনে তা প্রয়োগ করার জ্ঞান রপ্ত করাকে বোঝায়। ‘কুরআনের শিক্ষা’ কথাটি ব্যাপক অর্থবোধক। কুরআন পড়তে শেখা সহজ কিন্তু কুরআনের শিক্ষা ব্যবহারিক জীবনে প্রয়োগ করা সব সময় সহজ নাও হতে পারে, এজন্য ব্যক্তিকে জ্ঞানবান ও চিন্তাশীল হতে হবে।
সাহাবীগণ (রা:) বলতেন আমরা কুরআনের ১০টি আয়াত শেখার পর আর কোন আয়াত শিখতাম না যতক্ষণ পর্যন্ত না ঐ আয়াতগুলোর আমল না করতে পারতাম। এখানে স্পষ্টতই দুই ধরণের শিক্ষা’র উল্লেখ পাওয়া যাচ্ছে। প্রথমত তাঁরা আগে নবী (সা:) এর নিকট ১০টি আয়াত শিখতেন, দ্বিতীয়ত শিখতেন এই আয়াতগুলোতে আল্লাহ তায়ালা যে শিক্ষা দিয়েছেন তা কি করে ব্যবহারিক জীবনে প্রয়োগ করা যায়।
মুসলিম শরীফের ১৭৮১ নং হাদীসে আছে ‘একদল লোক কুরআন পাঠ করে থাকে কিন্তু তা তাদের কন্ঠনালী অতিক্রম করে না’। অর্থাৎ তারা কুরআন পাঠ করে ঠিকই কিন্তু না তারা তার অর্থ বুঝে আর না তা থেকে বাস্তব জীবনে আমল করার কোন শিক্ষা গ্রহণ করে।
সুতরাং যারা কুরআন শিখতে চান তারা শুধু পড়তে নয়, কি করে ব্যবহারিক জীবনে তা আমল করতে হয় তাও শেখার চেষ্টা করুন।