আল্লাহ তায়ালা সূরা মুমিনুন এ মুক্তি প্রাপ্ত মানুষদের কয়েকটি পরিচয় বলে দিয়েছেন যেন আমরা নিজেদেরকে এভাবে গড়ে নিয়ে মুক্তি প্রাপ্তদের দলভুক্ত হয়ে যেতে পারি।
“মুমিনগণ সফলকাম হয়ে গেছে, যারা নিজেদের নামাযে বিনয়-নম্র, যারা অনর্থক কথা-বার্তায় লিপ্ত নয়, যারা যাকাত দান করে থাকে, এবং যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে“।
সূরা মুমিনুন, আয়াত ১-৪
এ কয়েকটি বিষয়ে যদি আপনি সচেতন হন তাহলে লক্ষ্য করুন আল্লাহ তায়ালা কথাটি কিভাবে বলেছেন! ‘সফলকাম হয়ে গেছে’! তিনি বলতে পারতেন ‘সফলকাম হবে’, কিন্তু তা না বলে তিনি সুনিশ্চিত ফলাফল ঘোষণা করে দিয়েছেন।