Sunday, June 14, 2020

সূরা বালাদে আল্লাহ তায়ালা মানুষকে দুটি পথের সন্ধান দিয়েছেন। আর বলে দিয়েছেন কারা কিয়ামেতর দিন ডান দিকের দলে অবস্থান করবে।

কুরআনের শিক্ষা


“আমি কি তাকে দুটো পথ বলে দেইনি? কিন্তু সে কঠিন পথ পার হওয়ার হিম্মত দেখায়নি; তুমি কি জানো সেই কঠিন পথটি কি? (তা হচ্ছে) দাসত্বের শিকল খুলে দেয়া; অথবা দুর্ভিক্ষের দিনে কাউকে খাবার দেয়া; নিকটতম কোন ইয়াতীমকে খাবার পৌঁছানো; কিংবা ধুলো লুন্ঠিত কোন মিসকীনকে কিছু দান করা; অতপর তাদের দলে শামিল হয়ে যারা ঈমান আনবে, একে অপরকে ধৈর্যের অনুশীলন করাবে এবং একে অপরকে দয়া দেখানোর উপদেশ দেবে; এরাই হচ্ছে ডান দিকের (সে সৌভাগ্যবান) লোক“।

সূরা বালাদ, ১০-১৮

 
Share: