Saturday, July 18, 2020

রং চিহ্নিত তাজবীদগুলো নিয়ম অনুয়ায়ী আদায় করে আরবী দেখে দেখে অনুশীলন করুন। মনে রাখবেন, বাংলা দেখে অনুশীলন করে যখন নামাজে তা পড়বেন তখন মনে করতে পারবেন না কোথায় কোন অক্ষর ব্যবহৃত হয়েছে, যার ফলে বড় ভুল (লাহনে জলী) হয়ে যেতে পারে।
নীচের ভিডিও থেকে তিলাওয়াতকারীর সাথে আপনার পড়া মিলিয়ে নিন।Share: