Monday, June 15, 2020

আমরা জানি বর্তমান পৃথিবীতে প্রায় প্রতিটি দেশের একটাই স্লোগান Stay Home। আর একে কার্যকরী করার জন্যে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। Stay Home (বাড়িতে থাকুন) বার্তাটি অফিস-আদালত থেকে শুরু করে রাস্তার সাইন বোর্ড, বিলবোর্ড, পিরামিড, বহুতল ভবন, আইফেল টাওয়ারের মতো বিখ্যাত ল্যান্ডমার্ক এমনকি পাহাড়ের চূড়ায় পর্যন্ত বিভিন্নভাবে প্রদর্শিত হচ্ছে। ‘বাড়িতে থাকুন, ভালো থাকুন’

আজকে Covid-19 সমস্যার যেসব সমাধান বিশ্বব্যাপী প্রচার করা হচ্ছে, তা প্রায় সবই ১৪০০ বছর আগে নবী মুহাম্মদ (সা:) নির্দেশনা দিয়ে গেছেন। ‘বার বার হাত ধোয়া‘ কথাটি ‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’ এবং পাঁচবার অজু’র সাথে মিলে যায়, বরং পূর্ণাঙ্গ অজুতে মাথা ও কান মাসেহ’সহ শরীরের যেসব অংশ ধৌত করতে বলা হয়েছে, বার বার হাত ধোয়ার থেকে নি:সন্দেহে তা বেশি কার্যকরী। আর ‘লকডাউন’ পদ্ধতিও নবী (সা:) ১৪০০ বছর আগে শিক্ষা দিয়ে গেছেন! এছাড়াও নবী (সা:) একটি যামানার কথা বলে গেছেন যখন গৃহে অবস্থানকারীগণই অধিকতর নিরাপদে থাকবে যা আজকের Stay Home মেসেজের সাথে মিলে যায়।

রাসূলুল্লাহ (সা:) বলেছেনঃ ”নিশ্চয়ই তোমাদের সামনে অন্ধকার রাতের টুকরার ন্যায় একের পর এক বিপদ আসতে থাকবে। সেই বিপদের সময় সকালে যে ঈমানদার ছিলো সে বিকালে আর সন্ধ্যায় যে ঈমানদার ছিলো সে সকালে কাফির হয়ে যাবে। সে সময়ের বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চাইতে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি হেঁটে চলা ব্যক্তির চাইতে এবং হেঁটে চলা ব্যক্তি দৌড়ে চলা ব্যক্তির চাইতে উত্তম হবে। লোকজন বললো, আপনি আমাদের কি করতে আদেশ দিচ্ছেন? তিনি (সা:) বললেন, তোমরা তোমাদের ঘরের পর্দার ন্যায় হয়ে যাও ( অর্থা‌ৎ বাড়িতে থাকো/Stay Home)”। আবু দাউদ ৪২৬২, বুখারী ৩৩৪৫, ৩৬০১

কিভাবে বুঝবেন কোন যামানা সম্বন্ধে এটা বলা হয়েছে?

হাদীসটিতে লক্ষ্য করুন বলা হয়েছে যখন ‘একের পর এক বিপদ আসতে থাকবে’, বুখারী শরীফের অন্য বর্ণনায় বলা হয়েছে ‘অসংখ্য সর্বগ্রাসী ফিতনা (৩৩৪৫)’ এবং ‘ফিতনা রাশি (৩৬০১)’ যখন আসতে থাকবে। বিগত ১৪০০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দ্বিধাহীনভাবে বলা যেতে পারে একবিংশ শতাব্দীই এমন একটি যামানা যখন রাশি রাশি ফিতনা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। ব্যক্তিক থেকে শুরু করে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাকৃতিক সর্বগ্রাসী ফিতনা’র মধ্যেই আজ আমাদের বসবাস। ফিতনার বাইরে অবস্থান করতে পারাটা আজ কঠিনতম কাজ

তাহলে আমরা যদি নিশ্চিত হই এটাই সেই যামানা তাহলে নবী (সা:) আমাদের পরামর্শ দিচ্ছেন, বুখারী শরীফের ভাষায় “যদি কেউ নিরাপদ আশ্রয় পাই, সে যেন তা গ্রহণ করে”, আবু দাউদ শরীফের ভাষায় “ঘরের পর্দার ন্যায় হয়ে যাও (অর্থা‌ৎ ঘর থেকে বের হয়োনা)” আর কিতাবুল ফিতানের (৪৯৯ নং হাদীস) ভাষায় “নিজেদের মাটিতে থাকবে এবং ঘরের মাঝখানে অবস্থান করবে”! আমরা যদি রসুলুল্লাহ (সা:) এর পরামর্শগুলোকে ইংরেজীতে অনুবাদ করি তাহলে যা পাই তা হলো Stay Home!

এই ঘটনাগুলো আবারো প্রমাণ করছে পূর্ণাঙ্গ জীবন বিধানের প্রশ্নে ইসলামের কোন বিকল্প নেই

বিভিন্ন দেশে যেভাবে Stay Home মেসেজ প্রচার করা হচ্ছে


দুবাইয়ের বুর্জ আল খলিফা ভবনে লেজার বীম দিয়ে লেখা Stay Home



ডাউনটাউন নিউ ইয়র্কের রাস্তায় Stay Home মেসেজ



প্যারিসের আইফেল টাওয়ারে Stay Home মেসেজ



যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটির একটি টার্মিনালের প্রবেশ পথে Stay Home মেসেজ



সুইটজারল্যান্ড ম্যাটারহর্ন পাহাড়ের চূড়ায় Stay Home মেসেজ



ফিলিস্তিনের একজন ভাস্কর্য শিল্পী সমুদ্র সৈকতে লিখেছেন Stay Home








Share: