Monday, June 15, 2020

নু‘মান ইবনে বশীর (রাঃ) থেকে বর্ণিত, আমি আল্লাহর রসুলুল্লাহ (সা:) কে বলতে শুনেছি যে, “হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। আর এ দু’য়ের মাঝে বহু অস্পষ্ট (সন্দেহজনক) বিষয় আছে। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় হতে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। সহিহ বুখারী ২০৫১তিরমিযী ১২০৫ ।


ধর্ম নিয়ে অনেক বিতর্ক পরিলক্ষিত হয়, অথচ ধর্ম বিতর্কের বিষয় নয়! বিতর্কর কারণে ধর্ম পালন কঠিন হয়ে পড়ে, ঈমান দুর্বল হয়ে যায়, শয়তান কুমন্ত্রণা দেয়ার ‘দরজা’ প্রাপ্ত হয় (হাদীস)। লক্ষ্য করবেন বিতর্ক হয় শুধু সন্দেহজনক বিষয় বস্তু নিয়েই, সন্দেহমুক্ত সুনিশ্চিত বিষয়বস্তু নিয়ে কোনো বিতর্ক নেই, সুতরাং সন্দেহজনক বিষয়াদি পরিহার করে নিজের দ্বীন রক্ষা করুন।

(অসম্পূর্ণ)


Share: