Monday, June 15, 2020

আবূ হুরাইরাহ (রা:) হতে বর্ণিত নাবী (সা:) বলেছেন, “নিশ্চয়ই দ্বীন সহজ। দ্বীন নিয়ে যে বাড়াবাড়ি করে দ্বীন তার উপর জয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন কর এবং (মধ্যপন্থার) নিকটে থাক, আশান্বিত থাক এবং সকাল-সন্ধ্যায় ও রাতের কিছু অংশে (ইবাদাত সহযোগে) সাহায্য চাও। সহীহ বুখারী (তাওহীদ) ৩৯ (আ: প্র: ৩৮, ই:ফা: ৩৮), হাদিসের মানঃ সহিহ ।

হাদীস থেকে


হাদীসটি এখানে আলোচনায় নিয়ে আসার একটিই কারণ ধর্মকে ‘কঠিন’ করে নেবেন না, আপনার উপর যা কিছু ফরজ করা হয়েছে এবং যে ব্যাপারে আপনি ‘নিশ্চিত’ (সংশয় পূর্ণ কিছু পরিহার করুন) শধু সেটুকু পালনে যত্নবান হউন, সন্দেহ যুক্ত এবং নিয়মিত পালনে কষ্ট হয় এরকম বিষয়াদি থেকে বিরত হউন।

Share: