Monday, June 15, 2020

মাম বুখারী (রহঃ) সংকলিত গ্রন্থ আল আদাবুল মুফরাদ (ইসলামিক ফাউন্ডেশন অনূদিত) এর ৭ নং হাদীসে উল্লেখ আছে, হযরত ইবনে আব্বাস (রা:) বলেন, “এমন কোন মুসলমান নাই যার মুসলিম পিতামাতা আছে এবং সে সকালে তাদের খোঁজ খবর করে অথচ আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে না দেন। আর যদি একজন থাকেন তবে একটি দরজা’।


হযরত মা আয়েশা সিদ্দীকা (রা:) বর্ণনা করেন যে, রসুলু্ল্লাহ (সা:) বলেছেন, “আমি যখন জান্নাতে যাই (মিরাজ রজনীতে) তখন জনৈক ব্যক্তির তিলওয়াতের আওয়াজ আমার কানে পৌঁছিলে আমি জিজ্ঞাসা করলাম এই তিলাওয়াতের আওয়াজ কার? জবাব এলো হারিসা ইবনে নুমানের। এই ঘটনা বর্ণনার পর নবী করিম (সা:) বললেন, তোমরাও এরুপ সদাচারী হও! তোমরাও এরুপ সদাচারী হও! কেননা সে তার মায়ের সাথে অন্যদের তুলনায় অধিকতর সদাচারী ছিল”। শারহুস সুন্নাহ ও বায়হাকী বর্ণিত এই হাদীস দিয়ে একথার প্রমাণ পাওয়া যায় যে মাতার সাথে সদব্যবহার এমন একটি ভাল কাজ যা দিয়ে জান্নাতে যাওয়া যায়।


Share: