Monday, June 15, 2020

দুটি গুনাহ থেকে আমাদের সাবধানতা অবলম্বন করা উচি‌ৎ, যেসব গুনাহের শাস্তি আল্লাহ তায়ালা পৃথিবীতেই দ্রুত প্রেরণ করেন  আর সেগুলো হচ্ছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার এবং আত্নীয়তার সম্পর্ক বিনষ্ট করা।


আবু বকর (রা:) থেকে বর্ণিত, ‌রাসুলুল্লাহ (সা:) বলেছেন, “পিতামাতার অবাধ্যতা ও আত্নীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো শীঘ্রই শাস্তিযোগ্য পাপ আর কিছুই নাই। পরকালের নির্ধারিত শাস্তি তো আছেই”

হাদীস নং ২৯, আদাবুল মুফরাদ।

Share: