আল্লাহ তায়ালা যাকে চান তাকে জ্ঞান কৌশল দান করেন, আর যে ব্যক্তিকে জ্ঞান কৌশল দান করা হয়েছে, তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে, আর প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি ছাড়া অন্য কেউই শিক্ষা গ্রহণ করে না।
সূরা বাকারা আয়াত ২৬৯, অনুবাদ: হাফেজ মুনির উদ্দীন আহমদ
আয়াতটিতে সরাসির কোন নির্দেশ নেই, এখানে আল্লাহ তায়ালা বান্দাগণকে প্রচুর কল্যাণ লাভের পথ বলে দিয়েছেন। আয়াতের শেষে তিনি তা সুস্পষ্ট ইংগিতও দিয়ে দিয়েছেন, যারা বুদ্ধিমান, প্রজ্ঞা সম্পন্ন, চিন্তাশীল ব্যক্তি তারা কি জেনে গেল না প্রচুর কল্যাণ পাওয়ার জন্য তাকে এখন কি করতে হবে? মনে রাখবেন কুরআনের অন্যত্র বলা হয়েছে আল্লাহ তায়ালা’ই সকল জ্ঞানের একমাত্র উৎস। সুতরাং কুরআন’কে জ্ঞান চর্চার প্রতিদিনের সঙ্গী করে নিন এবং জ্ঞান আহরন করার প্রচেষ্টা অব্যাহত রাখুন। মূর্খ ব্যক্তির ইবাদতের চাইতে জ্ঞানীর ঘুম আল্লাহ তায়ালার নিকট অধিক প্রিয়!