ইসলামে পুরুষদের জন্য রেশমী (গ্লেজ) পোশাক, এবং সোনা নির্মিত যে কোন বস্তু পরিধান করা নাজায়েজ বা নিষিদ্ধ।
আবূ মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা:) বলেছেন, “রেশমের পোশাক ও স্বর্ণ আমার উম্মতের পুরুষদের জন্য অবৈধ করা হয়েছে, আর মহিলাদের জন্য বৈধ করা হয়েছে”।
(তিরমিযী ১৭২০, নাসায়ী ৫১৪৮) রিয়াদুস সলেহিন, হাদিস নং ৮১২ হাদিসের মান: হাসান হাদিস
হুযাইফাহ (রাঃ) থেকে বর্ণিত, “রাসূলুল্লাহ (সা:) সোনা ও রূপার পাত্রে পান বা আহার করতে আমাদেরকে নিষেধ করেছেন এবং চিকন ও মোটা রেশম পরিধান করতে অথবা (বেড-কভার বা সীট-কভার বানিয়ে) তার উপর বসতেও নিষেধ করেছেন”।
(সহীহুল বুখারী ৫৪২৬, ৫৬৩২, ৫৬৩৩, ৫৮৩১, ৫৮৩৭, মুসলিম ২০৬৭, তিরমিযী ১৮৭৮, নাসায়ী ৫৩০১, আবূ দাউদ ৩৭২৩, ইবনু মাজাহ ৩৪১৪, ৩৫৯০, আহমাদ ২২৭৫৮, ২২৮০৩, ২২৮৪৮, ২২৮৫৫, ২২৮৬৫, ২২৮৯২, ২২৯২৭, ২২৯৫৪, দারেমী ২১৩০) রিয়াদুস সলেহিন, হাদিস নং ৮১৩, হাদিসের মান: সহিহ হাদিস
আলী (রাঃ) থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ (সা:) দেখেছি, তিনি ডান হাতে রেশম ধরলেন এবং বাম হাতে সোনা, অতঃপর বললেন, “আমার উম্মতের পুরুষদের জন্য এ দু’টি বস্তু হারাম”।
(আবূ দাউদ ৪০৫৭, নাসায়ী ৫১৪৪, ইবনু মাজাহ ৩৫৯৫) হাদিসের মান: সহিহ হাদিস