তিরমিজী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে বর্ণিত
হাদীসে আছে, আবূ সাঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:)
বলেছেন, ‘‘যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম, যতদিন না হিংস্র প্রাণীরাও মানুষের সাথে কথোপকথন করবে ততদিন কিয়ামত সংঘঠিত হবে না। এমনকি তখন একজনের লাঠির মাথা, জুতার ফিতাও তার সাথে কথা বলবে এবং স্বীয় উরু দেশ বলে দিবে তার পরিবার তার অনুপস্থিতিতে কি করছে’’।
হাদীসের মান: সহীহ, সহিহাহ ১২২, মিশকাত ৫৪৫৯, তিরমিজী ২১৮১
এখানে www.imdb.com দেখুন নেকড়ে আর সিংহ’র মতো হিংস্র প্রাণীরাও কথা বলছে যদিও তা সিনেমাতে কিন্তু অনস্বীকার্য যে কয়েক শত বছর আগের যামানায় সিনেমাতেও এটি সম্ভব ছিল না।
আর ২০১৩ সালে গুগল এবং এডিডাস কোম্পানীর যৌথ উদ্যোগে নির্মিত কথা বলা জুতার প্রদর্শনী করা হয় টেক্সাসের অস্টিনে একটি টেকনোলজি মেলায়। বিস্তারিত এখানে দেখুন http://www.yesyesno.com/talking-shoe অথবা গুগলে সার্চ করতে এই লিংকে ক্লিক করুন । হাদীসে বলা হয়েছে ‘জুতার ফিতা’ কথা বলবে, আশ্চর্যজনক যে কথা বলানোর জন্য ব্যবহৃত চিপ’টি জুতার ফিতার স্থানেই
সংযোজন করা হয়েছে। আবার লাঠির মাথা কথা বলবে বলতে যা বোঝানো হয়ে থাকতে পারে তা একটু ভাবলেই পাওয়া যাবে, বর্তমানে স্মার্ট ওয়াচ, স্মার্ট গিয়ারে’র মতো অনেক হেলথ মনিটরিং ডিভাইস পাওয়া যায় যা ব্যবহারকারী তার প্রতিদিনের ব্যায়াম, হাঁটা সুনির্দিষ্ট পরিমাণ মতো করেছে কিনা তা রিপোর্টিং করে। আর স্বীয় উরু দেশ বলে দিবে সে বাড়ি থেকে বের হওয়ার পর তার পরিবার কি করছে? খুব সোজা, ভাবুন পুরুষ মানুষরাই সাধারণত প্রতিদিন কাজের জন্য বাড়ি থেকে বাইরে যায় আর অধিকাংশ পুরুষ মানুষই তার মোবাইল ফোন প্যান্টের সাইড পকেটে রাখে যার ফলে ফোনটা কিন্তু উরু’র উপরেই ঝুলে থাকে! পরিবারের খোঁজ নিতে আমরা উরু থেকেই ফোনটা নিই আবার কথা বলা হয়ে গেলে উরু’তেই ফোনটা রেখে দিই! যেন উরু দেশই বলে দিল আমাদের অনুপিস্থিতে আমাদের পরিবারের সদস্যরা কি করছে!