মাখরাজ বলা হয় আরবী অক্ষর গুলো মুখ ও গলা’র যেসব স্থান থেকে উচ্চারিত হয় সেসব
স্থানকে। ২৯টি অক্ষর প্রত্যেকটি তার নিজস্ব স্বকীয়তা অনুযায়ী মুখ ও গলার মোট ১৭টি
স্থান থেকে উচ্চারিত হয়। তাই ‘মাখরাজ’ মোট ১৭টি। এই ১৭টি ‘মাখরাজ‘ আবার উচ্চারিত হয় ৫ স্থান থেকে যাকে ‘মাকাম‘ বলা হয়। এক অক্ষরের উচ্চারণ আরেক অক্ষরের মতো হয়ে গেলে অর্থের পরিবর্তন হয়ে
যায় তাই মাখরাজ জানা ও তা মেনে কুরআন পড়া অতীব জরুরী একটি বিষয়।
৫টি মাকাম
- جوف- জওফ অর্থাৎ মুখের মধ্যের খালি জায়গা
- حلق- হলক অর্থাৎ কণ্ঠনালী
- لسن- লিসান অর্থাৎ জিহ্বা
- شفتان- শাফাতান অর্থাৎ দুই ঠোঁট
- خيشوم- খাইশুম অর্থাৎ নাসিকামূল
মাকাম অর্থাৎ উচ্চারণের স্থান | মাখরাজ উচ্চারণের উপস্থান ও সংখ্যা | মাখরাজ অর্থাৎ উচ্চারণের উপস্থান | হরফ সংখ্যা | হরফ |
---|---|---|---|---|
জউফ অর্থাৎ মুখের মধ্যের খালি জায়গা থেকে | ১ টি | মুখের ভিতরের খালি জায়গা | ৩ টি (শর্ত সাপেক্ষে) | وا ي |
হলক অর্থাৎ কণ্ঠনালী থেকে | ৩ টি | আদনায়ে হলক | ৬ টি | خ غ |
অসতে হলক | ع ح | |||
আকসায়ে হলক | ء ه | |||
লিসান অর্থাৎ জিহ্বা থেকে | ১০ টি | আকসায়ে লিসান (আলজিব) ও তালু | ১৮ টি | ق |
আকসায়ে লিসান ও তালু থেকে (সামান্য মুখের দিকে সরে) | ك | |||
ওছতে লিসান (জিহ্বার মধ্যস্থল) ও তালু | ج ش ى | |||
জিহ্বার ডান/বাম কিনারা ও আদরাসে উলিয়া (পিষণ দাত) এর মাড়ি | ض | |||
জিহ্বার সামনের কিনারা ও উপরের দাতের মাড়ি ও তালুর কিছু অংশ | ل | |||
উপরের মাখরাজ থেকে সামান্য মুখের দিকে সরে | ن | |||
জিহ্বার সামনের অংশের পিঠ ও সানায়া উলিয়া(উপরের মধ্যভাগের দুই দাত) এর মাড়ি | ر | |||
জিহ্বার অগ্রভাগ ও সানায়া উলিয়ার মাড়ি ও তালুর কিছু অংশ | ت د ط | |||
জিহ্বার অগ্রভাগ এবং সানায়া উলিয়া ও সানায়া সুফলা ( নিচের মধ্যভাগের দুই দাত) এর মধ্যভাগ | ز س ص | |||
জিহ্বার অগ্রভাগ ও সানায়া উলিয়া এর অগ্রভাগ | ث ذ ظ | |||
শাফাতান অর্থাৎ দুই ঠোঁট থেকে | ২ টি | সানায়া উলিয়ার অগ্রভাগ ও নিচের ঠোটের ভিতরের অংশ | ৪ টি | ف |
উভয় ঠোটকে মিলিয়ে | ب م و | |||
খাইশুম অর্থাৎ নাসিকামূল থেকে | ১টি | নাকের মূল | ২ টি (শর্ত সাপেক্ষে) | ن م |