Monday, June 15, 2020

 মীম  م  অক্ষরের উপর যখন  সাকিন দেয়া হয় তখন তাকে    মীম সাকিন বলা হয়। মীম সাকিন বড় হাতের অক্ষরের সাথে এরকম    আর ছোট হাতের অক্ষরের সাথে এরকম    ও এরকম    দেখায়। মীম সাকিন ৩ নিয়মে পড়তে হয় সেগুলো হচ্ছে ইদগম, ইখফা ইজহার

 ১) ইদগম:    মীম সাকিনের বামে যদি م মীম অক্ষর থাকে, তাহলে সেই মীমের উপর তাশদীদ থাক আর না থাক তাশদীদ ধরে গুন্নাহ করে পড়তে হবে, এটাকেই মীম সাকিনের ইদগম বলা হয়।

২) ইখফা:    মীম সাকিনের বামে যদি   অক্ষর থাকে, তাহলে মীম সাকিন গুন্নাহ করে পড়াকে মীম সাকিনের ইখফা বলা হয়। নীচের উদাহরণটি দেখুন।


৩) ইজহার: উপরে আলোচিত ‘মীম’ ও ‘বা’ অক্ষর ছাড়া অবশিষ্ট সবগুলো অক্ষরের যে কোনটি যদি    মীম সাকিনের বামে থাকে, তাহলে মীমের উচ্চারণ স্পষ্টভাবে স্বাভাবিক মীমের মতো করাকে মীম সাকিনের ইজহার বলা হয়।


তাজবীদগুলো ভালোভাবে অভস্ত্য হওয়ার জন্যে এই লিংকে যে সূরাগুলো দেয়া আছে তা অনুশীলন করুন।





Share: