শেখ মিশারী রশিদের কাছে শিখুন সূরা নাসের উচ্চারণ, মাদ, মাখরাজ।
বোঝার চেষ্টা করুন কিভাবে তিনি নুন ও মীম তাশদীদে গুন্না আদায় করছেন, আরো বোঝার চেষ্টা করুন প্রতিটি আয়াতের শেষে তিনি কতটুকু টান দিয়ে ৩ আলিফ মাদে আরজি আদায় করছেন।
"যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে। তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করবো। সে বলবে হে আমার রব! তুমি আমাকে আজ কেন অন্ধ বানিয়ে উঠালে? আমি তো চক্ষুসমান ব্যক্তি ছিলাম। আল্লাহ তায়ালা বলবেন, তুমি এমনই (অন্ধই ) ছিলে, তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে ছিলে। তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হবে "।
© Copyright 2018-2020. Mim19.com powered by Blogger.
কপিরাইট পলিসি | প্রাইভেসি পলিসি | যোগাযোগ | Language