Monday, June 15, 2020

মাখরাজ বলা হয় আরবী অক্ষর গুলো মুখ ও গলা'র যেসব স্থান থেকে উচ্চারিত হয় সেসব স্থানকে। ২৯টি অক্ষর উচ্চারিত হয় গলা'র ১৭টি স্থান থেকে। প্রত্যেকটি অক্ষর নিজস্ব স্বকীয়তা অনুযায়ী উচ্চারিত হয়, এক অক্ষরের উচ্চারণ আরেক অক্ষরের মতো হয়ে গেলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। এখানে ১৭টি মাখরাজ (মাখরাজ সম্বন্ধে বিস্তারিত এখানে দেখুন) বিস্তারিত আলোচনা না করে, যেসব অক্ষর পরস্পরের সাথে মিশে যেতে চাই সেগুলো নিয়ে আলোচনা করা হলো।



নীচের অডিওটি শোনার সময় রঙ্গীন স্থানগুলোতে মনযোগ দিন যেন বুঝতে পারেন তিলাওয়াতকারী কিভাবে হামযা ও আঈনের উচ্চারণ করছেন। 














নীচের অডিওটি শোনার সময় রঙ্গীন স্থানগুলোতে মনযোগ দিন যেন বুঝতে পারেন তিলাওয়াতকারী কিভাবে দুই 'হা' এর উচ্চারণ করছেন।






নীচের অডিওতে 'কফ' ও 'কাফ' এর উচ্চারণ বোঝার চেষ্টা করুন। রঙ্গীন স্থানগুলো মনযোগ সহকারে শুনুন।

 

অক্ষরগুলোর পার্থক্য বুঝতে পেরেছেন কিনা নিশ্চিত হলে নীচের পরীক্ষাটি দিন
Share: