Monday, June 15, 2020

ক্বলকলা অর্থ প্রতিধ্বনি। ক্বলকলার অক্ষর ৫টি د ق ط ب  আর ج । যখন এই অক্ষরগুলোর উপর সাকিন থাকবে তখন এগুলোর উচ্চারণ একবার প্রতিধ্বনিত হয়ে থেমে যাবে, এই একবার প্রতিধ্বনি হওয়াকেই ক্বলকলা বলা হয়। যেমন   শব্দটিতে ক্বলকলার অক্ষর ‘বা’ এর উপর লাল সাকিন থাকার জন্যে, শব্দটি 'ফাং-ষ' উচ্চারণ না করে একবার প্রতিধ্বনি করে উচ্চারণ করতে হবে 'ফাং-ষব্ব্'। ক্বলকলা মানে ডাবল অক্ষর নয়, বাংলা উচ্চারণে ডাবল অক্ষর ব্যবহার করা হয়েছে প্রতিধ্বনিত উচ্চারণ বোঝানোর জন্যে। 

নিচে রঙ্গীন চিহ্নিত স্থানগুলোতে তিলাওয়াতকারী কিভাবে কলকলার উচ্চারণ করছেন বোঝার চেষ্টা করুন।






হলুদ 'যের' এর স্থানে দম ফেলার কারণে আরজি সাকিন হওয়ায় উক্ত স্থানেও কলকলা করতে হবে।


আরো বিস্তারিত ও সহজে অনুশীলনের জন্যে এ্যাপ অথবা পিডিএফ ফাইল ব্যবহার করুন।

প্লে স্টোর থেকে ইনস্টল করুন সহজ কুরআন শিক্ষা এ্যাপ

কম্পিউটার ও আইফোনে পড়ার জন্য সহজ কুরআন শিক্ষা .pdf  ফাইল






Share: